ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ, সঙ্গী বাবলু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ, সঙ্গী বাবলু হুসেইন মুহম্মদ এরশাদ/ফাইল ফটো

ঢাকা: চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সরকারি অনুমোদনের (জিও) অপেক্ষায় প্রহর গুনছিলেন তিনি। অনুমোদন পাওয়ায় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ।

সোমবার (১০ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাপা চেয়ারম্যান।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

 

এর আগে সকালে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল করিম বাংলানিউজকে বলেন, রানিং পার্লামেন্ট মেম্বার হিসেবে বিদেশ যাওয়ার জন চেয়ারম্যানের গভর্নমেন্ট অর্ডার (জিও) লাগে। সেটা যখনই পাবেন তখন বিদেশে যাবেন।  

মনোনয়ন জমা, চূড়ান্ত মনোনয়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি এরশাদ। প্রশ্ন ওঠে, দলের নেতাকর্মীদের তোপ থেকে বাঁচতেই তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। এমনকী তাকে বাসা ছেড়ে বাইরে বেরুতেও দেখা গেছে কম। ক’দিন ধরেই আলোচনা চলছিল যে কোনো সময় সিঙ্গাপুর যাবেন এরশাদ।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।