ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চক শিয়ালকোল, সারটিয়া ও ধুকুরিয়া এলাকায় এসব সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, হাইকোর্টের রায়ে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে চক শিয়ালকোল এলজিইডি মোড়ে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম চার্লি, বিএনপির কর্মী শফিকুল ইসলাম, রেজাউল কামরুল পান্নাসহ নয়জন আহত হন।  

এছাড়াও উত্তর সারটিয়ায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মীরা তাতে বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  

অপরদিকে, ধুকুরিয়ায় বিএনপির নেতাকর্মীরা মিছিল করার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে মারপিট করে আহত করে বলে অভিযোগ পাওয়া যায়।

শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর-ই আলম বিকেলে চক শিয়ালকোল এলাকায় মিছিল বের করলে বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আহত হন বিএনপির সাত/আটজন নেতাকর্মী।  

সংঘর্ষের বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু অভিযোগ করে বাংলানিউজকে বলেন, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।  এতে আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত চার/পাঁচজন নেতাকর্মী আহত হন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, শিয়ালকোলে বেশ কিছু স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতা জিব্রাইলের বাড়িঘর ভাংচুর করাসহ সয়দাবাদে এক বিএনপি নেতাকে মারপিট করেছে আওয়ামী লীগের লোকজন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে বলেন, সংঘর্ষ সম্পর্কে আমি কোনো তথ্য পাইনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৮
এমএমইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।