ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী মাঠে কোনো ফাউল করার সুযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
নির্বাচনী মাঠে কোনো ফাউল করার সুযোগ নেই বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, নির্বাচনী মাঠে খেলতে গিয়ে ফাউল করলে জনগণই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। এখানে কোনো দল বা জোটের ফাউল করার সুযোগ নেই।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বাগবাটিতে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি এদেশের মানুষকে উন্নয়ন দিয়েছেন, বিশ্বে মর্যাদার আসনে বসিয়েছেন।

তাই কেউ ভোট নষ্ট না করে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিন।  

নাসিম বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি-জামায়াত জোট দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছিল, দেশের সাধারণ মানুষ সে কথা আজও ভোলেনি। এ দেশের মানুষ তাদের  ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবে।

বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিকের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, শহিদুল ইসলাম মানিক ও মনজুর মোরশেদ খান সজল।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।