ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি আখাউড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আনিসুল হক। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। তাদের কাজই হচ্ছে নালিশ করা।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনে এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আনিসুল হক।

তিনি বলেন, বিএনপি বুঝতে পেরেছে আওয়ামী লীগকে বিজয়ী করতে সাধারণ মানুষ কতটা উৎফুল্ল। তাই তারা মিথ্যার আশ্রয় নিয়েছে।  

বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে আনিসুল হক বলেন, বিএনপি মনোনয়ন দেওয়ার সময় বাণিজ্য করেছে। সংঘর্ষ সেই বাণিজ্যেরই ফল। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল ভূইয়া কায়সার জীবনসহ আওয়ামী লীগ ও  যুবলীগ,  ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১,  ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।