ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে গণতন্ত্র চাইলে ধানের শীষে ভোট দিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
দেশে গণতন্ত্র চাইলে ধানের শীষে ভোট দিতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-বাংলানিউজ

ঠাকুরগাঁও: দেশে গণতন্ত্র চাইলে ধানের শীষে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ সরকারের পরিবর্তন না হলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। কোনো জবাবদিহিতা থাকবে না।

একদলীয় শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা পোক্ত হয়ে চলতে থাকবে। কাজেই পরিবর্তন আনতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, গণতন্ত্রের স্বার্থে আজ সবগুলো দল এক হয়েছে। ড. কামাল হোসেনকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। এ জোটের একটিই উদ্দেশ্য- গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের বিজয়ের জন্য আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিতে হবে। যাতে দেশের অগণিত নেতাকর্মী যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্ত করতে পারি, মামলা-হামলা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে পারি।

একজন শিক্ষিত যুবক যতদিন চাকরি পাবে না, ততদিন পর্যন্ত তাদের বেকার ভাতা দেওয়া হবে। সেই সঙ্গে অন্যান্য যুবককেও বেকার ভাতা দেওয়া হবে, যোগ করেন ফখরুল।

এরপর তিনি ওই ইউনিয়নের চেরাডাঙ্গী ও বটতলীতে গণসংযোগ করেন। দুপুরে রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী, চুয়ামনি ও হোসেন চৌধুরী পাড়া, বিকেলে রহিমানপুর ও জামালপুর ইউনিয়নে গণসংযোগ করার কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।