ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আড়াইহাজারে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
আড়াইহাজারে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার গাড়ি ও বহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।  

জানা যায়, স্থানীয় সংসদ সদস্যের লোক ও সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরু, তার সহযোগী আব্দুল আজিজ, মোশাররফসহ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপি প্রচারণার মিছিলে হঠাৎ হামলা চালায়।

এ সময় তারা গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।

আজাদ বলেন, শান্তিপূর্ণ প্রচারণায় বিনা উস্কানিতে সংসদ সদস্য বাবুর লোকজন হামলা করেছে। আমরা প্রতিহত করার ক্ষমতা রাখি। কিন্তু আমাদের দলের নির্দেশনা, কোনো উস্কানিতে আমরা পা দেবো না।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।