ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি আসনের নির্বাচনী এলাকা মুক্তিনগর ইউনিয়নে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।  

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে তাই বিএনপির নেতারা নির্বাচন বানচাল করতে নানাভাবে চেষ্টা করছেন। তবে এ চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।  

এ সময় উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, আওয়ামী লীগ জেলা শাখার সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি হিরু মিয়াসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।