ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়েই হামলা-মামলা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
‘আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়েই হামলা-মামলা’ প্রচারণায় খন্দকার আব্দুল মুক্তাদির-ছবি-বাংলানিউজ

সিলেট: আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়েই বিরোধী মতের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন করার অভিযোগ করেছেন সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতেই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সমুচিত জবাব দিতে গণতন্ত্রকামী জনতা আজ ঐক্যবদ্ধ।

তাই জনতার বিজয় ঠেকানোর কোনো ষড়যন্ত্র সফল হবে না।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত নগরীর রিকাবীবাজার, মধুশহীদ, মেডিকেল রোড ও বাগবাড়ী এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির অভিযোগ করেন, আওয়ামী লীগ জনমতে বিশ্বাসী কোনো দল নয়। তারা গায়ের জোরে দেশ পরিচালনার রাজনীতিতে বিশ্বাস করে। তাদের প্রতিহিংসার রাজনীতিতে মানবাধিকার ভূলুণ্ঠিত, গণতন্ত্র নির্বাসিত। তাদের প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই ইলিয়াস আলীসহ হাজারও নেতাকর্মীকে গুম করে রেখেছে। লাখ লাখ নেতাকর্মীর ওপর মামলা দেওয়া হয়েছে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, পেশাজীবী নেতা বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ সুহেল ও সাবেক ছাত্রদল নেতা মির্জা সম্রাট প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।