ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কমিশন একটি পুতুল: বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
নির্বাচন কমিশন একটি পুতুল: বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ একটি ‘পাপেট’। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের কথা শুনছে না। সরকার চাইছে দশম সংসদের মতো আরেকটি এক তরফা নির্বাচন করতে।
 

নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে একটি প্রতিনিধি দল নিয়ে সাক্ষাতের পর সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
 
তিনি বলেন, ঢাকাতে এখন পর্যন্ত বিএনপির কোনো প্রার্থী প্রচারণায় নামতে পারেনি।

পুলিশ যেন আমাদের প্রতিপক্ষ। তারা আমাদের মাঠে থাকতে দিচ্ছে না। ২০১৪ সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চাইছে সরকার।
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এরইমধ্যে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। যেখানে আমাদের নেতাকর্মী, প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড কি করে থাকলো? লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কি?
 
সেলিমা রহমান বলেন, নির্বাচন কমিশনের সঙ্গেই আমরা দেখা করতে এসেছিলাম। কিন্তু তারা না থাকায় ইসি সচিবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি। সচিব জানিয়েছেন, আমাদের অভিযোগগুলো কমিশনের কাছে তোলা হয়, কমিশন আলোচনা করে সে ব্যবস্থা নেয়।
 
আমরা বলেছি, পুলিশ তো কমিশনের কথা শুনছে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা পাপেট। তাই এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামান। বিএনপি এখনো প্রতিরোধ গড়ে তোলেনি। সেনা নামানো না হলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। সচিব বলেছে আগামী ২৪ ডিসেম্বর সেনা সদস্যরা মাঠে নামবেন।
 
সেনা নামানো না হলে প্রতিরোধ গড়ে তুলবেন কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই। আমরা চাই না কোনো ধরনের সহিংসতা হোক। আমরা এখনো সহিংসতায় যাইনি। এরপর তো আর কিছু বলার নেই।
 
লিখিত অভিযোগপত্রে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, মাহবুব উদ্দিন খোকন, গোলাম মওলা রনির স্ত্রীর ওপর হামলাসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় দলটির নেতাকর্মীদের নামে মামলা, গ্রেফতার ও হয়রানির বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী ‘অপতৎপরতা’ এবং আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে আক্রমণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়।
 
সেলিমা রহমানের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, আতাউর রহমান ঢালি উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।