ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধানের ভোট এখন নৌকা হয়ে গেছে: কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
ধানের ভোট এখন নৌকা হয়ে গেছে: কাদের নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: দেশজুড়ে ধানের শীষের ভোট এখন নৌকা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, ‘সারাবাংলার ধান এখন নৌকা হয়ে গেছে। নারী-পুরুষসহ তরুণ প্রজন্মের ঢল নেমেছে নৌকার পক্ষে।

সারা বাংলাদেশের ধানের শীষের লোকজন এখন দলে দলে নৌকার পক্ষে যোগ দিচ্ছে। ’

শনিবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চরযাত্রায় এক পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এর আগে একই ইউনিয়নের জনতা বাজার স্কুল মাঠে এক নারী সমাবেশে তিনি বলেন, স্বাধীনতার পর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারই নারীবান্ধব সরকার। শেখ হাসিনার আমলে নারীরা অনেক ক্ষমতাবান হয়েছে। এই সরকারের সময়ে তারা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিচ্ছে।  

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশের গ্রামকে শহরে উন্নীত করবেন। এটাই নির্বাচনে আমাদের মূল প্রতিশ্রুতি- গ্রাম হবে শহর।  

বিএনপির উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নালিশ ছাড়া বিএনপির আর কোনো সম্বল নেই। জনসমর্থন না থাকায় তারা শুধু নির্বাচন কমিশনের কাছে নালিশ করে আর মিডিয়ায় অভিযোগ করে।  

এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব নবীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।