ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে বিক্ষোভ আমরা মুক্তিযুদ্ধের সন্তান ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়/ছবি- জি এম মুজিবুব

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশন (ইসি) চত্বরে বিক্ষোভ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী।  

এসময় সংগঠনের সভাপতি হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আমরা হাইকোর্টে রিট করেছি।

আদালত আজকের মধ্যেই এ বিষয়ে নির্দেশনা দেওয়া কথা রয়েছে। আরেকটি রিটের নির্দেশনায় জবাব চেয়েছেন আদালত। নির্বাচন কমিশন যাতে তাদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেন, এজন্য আমরা এ কর্মসূচি নিয়েছি।

বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভুট্টু, এমদাদুল হকসহ মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেন।

সম্প্রতি জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করে তরিকত ফেডারেশন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ইসিকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এরইমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, গৌরব ৭১ ও প্রজন্ম ৭১ নামের সংগঠন এসব নেতাদের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। যদিও বিএনপি বলেছে সংসদ নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী নেই। সবাই ধানের শীষের প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।