ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধা-৩ আসনে জাসদ প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
গাইবান্ধা-৩ আসনে জাসদ প্রার্থীর ভোট বর্জন খাদেমুল ইসলাম খুদি। ছবি-সংগৃহীত

গাইবান্ধা: স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনে ভোট কেন্দ্র দখল, সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাসদের মশাল প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম খুদি।

রোববার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

এ সময় খাদেমুল ইসলাম খুদি বলেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই ১৩২টি ভোট কেন্দ্রের বেশির ভাগ কেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের ডা. ইউনুস আলীর নেতাকর্মীরা অবৈধভাবে ব্যালটে সিল দিয়েছেন। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব হওয়ায় ভোট বর্জন করছি।  

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনের আগে ২০ ডিসেম্বর এ আসনের ঐক্যফন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী জাপার (কাজী জাফরের জাতীয় পার্টি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যান। ফলে নির্বাচন স্থগিত করে পুনরায় তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।