ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনলাইনে কল্যাণ পার্টির সদস্য সংগ্রহ ও নবায়ন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
অনলাইনে কল্যাণ পার্টির সদস্য সংগ্রহ ও নবায়ন  অনলাইনে কল্যাণ পার্টির সদস্য সংগ্রহ ও নবায়ন 

ঢাকা: এই প্রথম অনলাইনে কল্যাণ পার্টির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মহাখালী কল্যাণ পর্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এ কর্মসূচি উদ্বোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল ইবরাহিম বলেন, দেশ আজ গভীর সংকটে।

দেশের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ। ভোটের অধিকারসহ মৌলিক অধিকার থেকে দেশের জনগণ বঞ্চিত। মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে যাওয়ার কারণেই দেশে এই সংকট সৃষ্ট হয়েছে। এই সংকট শুধু ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নয়, এটি একটি জাতীয় সংকট।  

‘বাংলাদেশ কল্যাণ পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটির সাংগঠনিক শক্তি বাড়াকে এই কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্ত, কল্যাণ রাষ্ট্র ও মানবতাবাদ প্রতিষ্ঠায় কল্যাণ পার্টি অগ্রণী ভূমিকা পালন করবে। ’
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফোরকান ইবরাহিম, এম ইলিয়াস, ভাইস চেযারম্যান অ্যাডভোকেট বেনী আমিন, এস এম নজরুল ইসলাম, মাহমুদ খান, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, আলী হোসাইন ফরায়েজী, আহসান হাবিব ইমরোজ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানা সুলতানা শিলা, যুব কল্যাণ পার্টিরসহ সভাপতি নাছির আল মামুন, ছাত্র কল্যাণের সভাপতি শেখ এনামুল হাসান তানিম প্রমুখ।
 
ডাটাবেজের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের তথ্য সংগ্রহের জন্য এই কর্মসূচি শুরু করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত চলবে। ইতোমধ্যেই পার্টির মহাসচিব নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের বিষয়ে দলটির জেলা, মহানগর ও উপজেলাসহ সব সাংগঠনিক নেতার কাছে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনা অনুসারে, অনলাইনের মাধ্যমেও নতুন সদস্য হতে ও নবায়ন করতে পারবেন। ফরম এর মূল্য নির্বারণ করা হয়েছে ২০ টাকা।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।