ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাইফউদ্দিন মানিকের মৃত্যুবার্ষিকীতে গণফোরামের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
সাইফউদ্দিন মানিকের মৃত্যুবার্ষিকীতে গণফোরামের কর্মসূচি

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে গণফোরাম।

শনিবার (০২ ফেব্রুয়ারি) গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলানিউজকে জানান, রোববার (০৩ ফেব্রুয়ারি) শ্রমিক আন্দোলনের পথিকৃৎ সাইফউদ্দিন আহমেদ মানিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে সকাল ৮টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জানাবে গণফোরাম।

এছাড়া বিকেল ৪-টায় ২/১-এ, আরামবাগ, ইডেন কমপ্লেক্স গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে সাইফউদ্দিন আহমেদ মানিকের স্মরণসভা অনুষ্ঠিত হবে।

পরে সেখানে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় সভাপতিত্ব করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বক্তব্য রাখবেন সাইফউদ্দিন আহমেদ মানিকের সহধর্মিনী ড. ফওজিয়া মোসলেমসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।