ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুসলিম লীগের মতো পরিণতি হবে বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
মুসলিম লীগের মতো পরিণতি হবে বিএনপির সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় বক্তব্য রাখছেন মাহবুব-উল আলম হানিফ/ছবি: শাকিল

ঢাকা: জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে পাকিস্তানের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন। সামরিক ট্রায়ালের মাধ্যমে বহু সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন। পরবর্তীতে তার বংশধর যারা দেশ শাসন করেছেন, তারাও একই চিন্তা চেতনায় দেশ পরিচালনা করেছেন।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় একথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।  

হানিফ বলেন, আমরা অবাক হই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় মানবতার কথা বলেন, কর্মীদের মামলার কথা বলেন।

গত ১০ বছর আপনাদের নেতারা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আগুন সন্ত্রাস করেছে। যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, তাদের নামে মামলা হয়েছে।  

‘সৈয়দ আশরাফুল ইসলামের মতো ব্যক্তি বাবা হত্যার বিচার না পেয়ে দেশ থেকে চলে যেতে বাধ্য হন, কোথায় ছিল আপনাদের মানবতা। আপনারা মানবতার কথা বলেন, মানুষকে পেট্রোল বোমা ছুড়ে মেরেছেন। যারা নিহত হয়েছেন, তাদের স্বজনদের কান্না আপনাদের কানে পৌঁছে না।  

তিনি বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতির কারণে আজ কোথায় চলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-চক্রের দাওয়াত দিলেন, কিন্তু বিএনপি নেতারা সেই দাওয়াতে গেলেন না। দাওয়াত রক্ষা করা সভ্যতা ও শিষ্টাচারের অংশ। বিএনপির গণভবনে না গিয়ে আলোচনার সুযোগ হারিয়েছে। বিএনপি এখন যে পথে হাঁটছে, তাদের সংকট আরো ঘনীভূত হবে। এদেশ সৃষ্টির আগে মুসলিম লীগের ব্যাপক দাপট ছিল। কিন্তু আজ হারিয়ে গেছে। ভুল রাজনীতি করলে, ভুল সিদ্ধান্ত নিলে এমন পরিণতি হবে।  

নেতিবাচক রাজনীতি করতে থাকলে বিএনপি হারিয়ে যাবে মন্তব্য করে হানিফ বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে স্থানীয় সরকার নির্বাচনে আসুন। যদিও মির্জা ফখরুলরা বিভিন্ন সময় নিজেদের ব্যর্থতা ঢাকতে অযৌক্তিক কথা বলেন। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে সরকারের পাশে দাঁড়ান।  

প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা যায়, সেটা প্রমাণ করে গেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। বিরোধী রাজনৈতিক নেতারাও তার ব্যাপারে কখনো কোনো নেগেটিভ কথা বলেননি।  

স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, অ্যাডভোকেট মো. নূরুল আমিন রুহুল এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ  সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।