ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গাভী’ প্রতীকে উপজেলা নির্বাচনে যাবে বাংলাদেশ ন্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
‘গাভী’ প্রতীকে উপজেলা নির্বাচনে যাবে বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপে যোগদান অনুষ্ঠান

ঢাকা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ‘গাভী’ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। 

তিনি বলেন, আমরা আশাকরি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে।  

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশ ন্যাপ-এ যোগদান’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

জেবেল গানি বলেন, উপজেলা নির্বাচন স্থানীয় উন্নয়ন, জনজীবনের সমস্যার প্রশ্নে স্থানীয় সরকারের সব নির্বাচনকেই তৃণমূলের জনগণ তাদের একান্ত নিজের নির্বাচন বলে মনে করে। তাই তৃণমূল জনগণের গণতান্ত্রিক মন মানসিকতাকে সম্মান জানাতেই বাংলাদেশ ন্যাপ সব স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার আশা রাখে।  

তিনি বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশ ন্যাপে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  

ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম, সদ্য যোগদানকারী বাংলাদেশ জাতীয় পার্টির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হাওলাদার, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম মামুন প্রমুখ।  

সভায় মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং জেবেল রহমান গানির নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে দলে আরো যোগদান করেন বিএনএফ পিরোজপুর জেলা সহ-সভাপতি রেজাউল করিম গাজী, লেবার পার্টির সদস্য ইউসুফ পাটোয়ারী, শরিফুল ইসলাম সৌরভ, আখিনুর রহমান, ডেমরা থানা সভাপতি ইমরান মুন্সী, আশরাফ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।