ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে স্বাক্ষর জাল করে ছাত্রদলের ৩ কমিটি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
হবিগঞ্জে স্বাক্ষর জাল করে ছাত্রদলের ৩ কমিটি!

হবিগঞ্জ: হবিগঞ্জে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ভুয়া তিনটি কমিটি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ। 

সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, কে বা কারা সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে হবিগঞ্জ সদর উপজেলা, পৌরসভা ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করে প্রচার করছেন। এতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন।

এরই মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের আমি বিষয়টি জানিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তারা।

এছাড়া ফেসবুকসহ বিভিন্ন ভাবে প্রচার করা এসব ভুয়া কমিটিতে বিভ্রান্ত না হতে এবং প্রতারকদের প্রতিরোধ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কমিটিতে যাদের নাম রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে রুবেল চৌধুরী জানান, এদের অনেকেই স্বাক্ষর জাল করার বিষয়টি জানেন না। প্রকৃত দোষীদের শিগগিরই খুঁজে বের করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।