ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন নিপুণ রায় চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
জামিনে মুক্তি পেলেন নিপুণ রায় চৌধুরী

ঢাকা: জামিনে মুক্তি পেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, কারাফটকে আগে থেকে অপেক্ষা করছিলেন তার স্বামী অমিতাভ রায়।

গেট থেকে বের হয়েই স্বামীকে জড়িয়ে ধরে অঝোরে কাদঁতে দেখা যায় এ নারী নেত্রীকে। এ সময় সেখানে উপস্থিত তার নিকটাত্মীয়রাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

মুক্তির পর স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছেন নিপুণ রায়পরে তার বাবা নিতাই রায় চৌধুরী মেয়েকে বাসায় নিয়ে যান।
 
গত ১৫ নভেম্বর নাশকতার মামলায় রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং সঙ্গীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দিলেও নিপুণ রায়কে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
 
নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী মেয়ে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯ 
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।