ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ড্যাবের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ড্যাবের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা: বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতোপূর্বে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব হিসেবে ডা. ওবায়দুল কবির খানকে।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুমের নামও ঘোষণা করা হয়। রোববার ঘোষিত ১৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন ডোনার আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম, সদস্য সচিব ডা. মো. ওবায়দুল কবির খান ও কোষাধ্যক্ষ ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।