ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলীয় মনোনয়ন নিয়ে বাড়ি ফেরা হলো না আ’লীগ নেতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
দলীয় মনোনয়ন নিয়ে বাড়ি ফেরা হলো না আ’লীগ নেতার এ এইচ এম আজম খান

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এ এইচ এম আজম খান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নও পান তিনি।

সেই দলীয় মনোনয়নপত্র আনতে ঢাকায় যান আওয়ামী লীগের এ নেতা। মনোনয়নপত্র নিয়ে বগুড়ায়ও ফেরেন।

তবে বাড়ি ফেরা হয়নি তার। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান আওয়ামী লীগ নেতা আজম খান।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোরে দলীয় মনোনয়নপত্র নিয়ে ঢাকা থেকে বগুড়ায় আসার পর শহরের সাতমাথায় বাস থেকে নামেন তিনি। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান আজম খান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 বগুড়া জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাশরাফী হিরো বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজমের মরদেহ বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসায় রাখা হয়েছে। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।  

পারিবারিক সূত্র জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র আনার জন্য গত দুদিন আগে আজম ঢাকায় যান। দলীয় মনোনয়নপত্র হাতে পেয়ে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। ভোর ৬টার দিকে বগুড়া শহরের সাতমাথায় বাস থেকে নামার পরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।       

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।