ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: শাফিন আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: শাফিন আহমেদ নির্বাচনী প্রচারণাকালে জাপার  মেয়র প্রার্থী শাফিন আহমেদ বক্তব্য রাখছেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা)  মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, ভোটারদের সম্মান রক্ষায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

শাফিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে।

ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাজধানীর মানুষ গতানুগতিক রাজনীতির ধারার পরিবর্তন চায়, সেটা আমাদের মাধ্যমেই সম্ভব।

জাপার মেয়র প্রার্থী আরও বলেন, উন্নয়নের ঢাকার পথিকৃত হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিলোত্তমা ঢাকার শুরু হুসেইন মুহম্মদ এরশাদের হাত দিয়েই। আমরা এরশাদের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে চাই। পান্থপথ, বেড়িবাঁধ, রোকেয়া স্মরণি, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সকল উন্নয়নের সাথেই হুসেইন মুহম্মদ এরশাদের ছোঁয়া লেগে আছে। ঢাকাবাসী এখনো মনে রেখেছে হুসেইন মুহম্মদ এরশাদ এবং লাঙলের অবদান। তাই রাজধানীর উন্নয়ন ভাবতে গেলেই, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান স্মরণ করতে হবে।

নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মেল্যা, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ, মো. গোলাম মোস্তফা, আবদুস সাত্তার, আবদুল আজিজ খান, মো. রফিকুল ইসলাম, জাকির হোসেন মৃধা, আনোয়ার হোসেন তোতা, সোলায়মান সামি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।