ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

দলীয়করণমুক্ত রাজনীতিই হলো সুষ্ঠু রাজনীতি: ড. কামাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
দলীয়করণমুক্ত রাজনীতিই হলো সুষ্ঠু রাজনীতি: ড. কামাল

ঢাকা: শুধু সন্ত্রাস আর দুর্নীতিমুক্ত নয়, দলীয়করণমুক্ত রাজনীতিই হলো সুষ্ঠু রাজনীতি বলে উল্লেখ করেছেন গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

মঙ্গলবার আরামবাগ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক ইফতার পার্টি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



গণফোরামের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর গণফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

ড. কামাল হোসেন বলেন, ‘বাহান্নর ভাষা আন্দোলন, ৭১’এর মুক্তিযুদ্ধ ও ‘৭২ সংবিধানসহ আমাদের যা কিছু অর্জন তা সুষ্ঠু রাজনীতির মধ্য দিয়েই সম্ভব হয়েছিল। যে দৃঢ় ঐক্যের মধ্য দিয়ে আমরা ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম তা ছিল সুষ্ঠু রাজনীতির ফল। আর এই সুষ্ঠু রাজনীতি কেবল সন্ত্রাস আর দুর্নীতিমুক্ত ছিল না, ছিল দলীকরণমুক্ত। ’

স্বাধীনতা দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে ৩৯ বছর আগে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম তা বাস্তবায়নে আমরা কতটুটু পথ পাড়ি দিতে পেরেছি। ’

তিনি আরও বলেন, ‘জনগণের মৌলিক অধিকার সম্পর্কে সংবিধানে যে প্রতিশ্রুতি লিপিবদ্ধ আছে তা পূরণ হচ্ছে কি-না প্রত্যেকটি সচেতন নাগরিককে সেদিকে খেয়াল রাখতে হবে। ’

ঢাকা মহানগর সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক জগলুল হায়দার আফরিদি, ঢাকা মহানগর গণফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ আলী ঝণ্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।