ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লঞ্চ ভাড়া করে নাশকতার প্রস্তুতি, জামায়াত নেতাসহ আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
লঞ্চ ভাড়া করে নাশকতার প্রস্তুতি, জামায়াত নেতাসহ আটক ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমির কাউসার, এমদাদসহ ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় লঞ্চ দু’টিও জব্দ করা হয়। 

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে লঞ্চসহ তাদের আটক করা হয়।  

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একাধিক দল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শুক্রবার সকাল ৭টায় গুদারাঘাট এলাকা থেকে তাদের আটক করে।

তারা লঞ্চ দু’টি ভাড়া করে কোথাও গিয়ে জড়ো হয়ে নাশকতা করার পরিকল্পনা করছিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।  

তবে এ ঘটনায় এনায়েত উল্লাহ আব্বাসী জৈনপুরীকে প্রথমে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।