ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুল-কামালের বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুল-কামালের বৈঠক ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গুলশান ২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় এ বৈঠক হয়।
 
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের ব্যাপারে বিএনপি অথবা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
 
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 
ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বৈঠকের বিষয়ে আমি কিছু জানি না।
 
টেলিফোনে কথা বলতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি একটা মিটিংয়ে আছি পরে কথা বলবো।  
 
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।