ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন নিয়ে কথা বলে ফল পাবেন না ঐক্যফ্রন্ট‌কে না‌সিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
নির্বাচন নিয়ে কথা বলে ফল পাবেন না ঐক্যফ্রন্ট‌কে না‌সিম আলোচনা সভায় কথা বলছেন নাসিম-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: ‘আপনারা (ঐক্যফ্রন্ট) নির্বাচনে অংশ নিলেন অথচ মাঠে থাকলেন না। আজ সিটি নির্বাচন নিয়ে আপনারা কথা বলছেন এটা ঠিক না। নতুন করে ভোট নিয়ে কথা বললে কোনো ফল পাবেন না। কারণ আপনারা জনগণের কাছ থেকে পালিয়ে গেছেন।’

বৃহস্প‌তিবার (২৮ ফেব্রুয়ারি)  জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মো. নাসিম একথা বলেন।

সাবেক মন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারা নির্বাচনকে ভণ্ডুল করতে উঠেপড়ে লেগেছেন।

কিন্তু কেন?

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনারা কাউকে পরোয়া করবেন না। আপনাদের মতো আপনারা স্বাধীনভাবে কাজ করুন। আপনারা সরকারকে চাপে রাখুন। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের যা যা করা প্রয়োজন তাই করুন। নির্বাচনে কোনো চক্রকেই বরদাশত করবেন না। কারো কাছে নতি স্বীকার করবেন না।

অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে আপনারা বসে পড়েন। আমরা দেশটাকে উন্নয়নের শিখরে নিতে চাই। নির্বাচন করবেন না আবার নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন এটা কোন ধরনের কথা। আপনারা জনগণ থেকে দূরে থাকবেন আর জনগণ আপনাদের ভোট দেবে এটা কোন ধরনের প্রত্যাশা। আর এটা ভাবেনই বা কেমন করে।

আ‌লোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বললাম পোদ্দার, কৃষক শ্রমিক পার্টির মহাসচিব মো. ফোরকান আলী হাওলাদার, মো. শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
ডিএসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।