ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া নোয়াখালীতে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যরা। ছবি-বাংলানিউজ

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় নোয়াখালীতে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।

রোববার (০৩ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা পরিষদ।

দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।



রোববার (৩ মার্চ) ফজরের নামাজের পর হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তার হার্ট অ্যাটাক হয়েছে। এনজিওগ্রামে তার তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হলেও তার শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় এখনই বাকি দু'টি ব্লকে রিং পরানো হচ্ছে না। ৭২ ঘণ্টার আগে এ বিষয়ে কিছু বলতে পারছেন না তার জন্য করা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।