ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সম্মিলিত গণআন্দোলন ছাড়া গণতন্ত্র প্র‌তিষ্ঠা অসম্ভব’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
‘সম্মিলিত গণআন্দোলন ছাড়া গণতন্ত্র প্র‌তিষ্ঠা অসম্ভব’

ঢাকা: দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে সম্মিলিত গণআন্দোলন ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্র‌তিষ্ঠাতা ও ভাসানী অনুসারী প‌রিষ‌দের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শ‌নিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শিশু কল্যাণ প‌রিষ‌দ হল রু‌মে ভাসানী অনুসারী প‌রিষ‌দে আয়োজিত মত ‌বিনিময় সভায় তি‌নি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ ব‌লেন, দেশে গণতন্ত্রের কবর র‌চিত হ‌য়ে‌ছে।

ভোট লুণ্ঠন, ভোট ডাকাতি হচ্ছে। এ অবস্থায় মাওলানা ভাসানী বেঁচে থাকলে কি করতেন আমাদেরকে তাই করতে হবে। তিনি যেভাবে চিন্তা করতেন সেভাবে চিন্তা করতে হবে।

তি‌নি ব‌লেন, ঢাকা শহরে মওলানা ভাসানীর একটি স্মৃতিসৌধ করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। তিনি বেশিদিন বাঁচেননি। তবে তার দল এখনও বেঁচে আছে। যদি বিএনপি জিয়াউর রহমানকে সম্মান করে, তাহলে তার কথারও সম্মান করা উচিৎ। বিএনপির উচিৎ প্রতি বছর মওলানা ভাসানীকে স্মরণ করা এবং রাজনৈতিকভাবে ঘোষণা করা সারাদেশে মওলানা ভাসানীর পরিচিতি তুলে ধরবে। বিএনপি যত বড় দলই হোক না কেন ‌দে‌শের বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে তারা একলা চলতে পারবে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি।

ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল পাঁচ নাম্বারে চলে এসেছে। এত বড় একটা দল তারা পাঁচ নাম্বারে চলে এলো। এত অহংকার ভালো না। ছাত্রদলের উচিৎ ছিল ছাত্র ইউনিয়ন, সাধারণ ছাত্র পরিষদের সঙ্গে যোগ দেওয়া। অনেক সময় পিছিয়ে আসতে হয়। অন্যের নেতৃত্ব মেনে নিতে হয়। তাহলেই ভবিষ্যত উজ্জ্বল।

তি‌নি আরও ব‌লেন, দেশের ভবিষ্যৎ অত্যন্ত দুর্দিন কারণ আমরা মওলানা ভাসানীকে ভুলে গেছি। তার আদর্শকে ভুলে গেছি।

সংগঠ‌নের প্রে‌সি‌ডিয়াম মেম্বার মো. আখতার হো‌সে‌নের সভাপতি‌ত্বে কৃষক দ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস্য ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আ‌ন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপ‌নের সঞ্চালনায় সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন ভাসানী অনুসারী প‌রিষ‌দের সাধারণ সম্পাদক শেখ র‌ফিকুল ইসলাম বাবলু, জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মো. আ‌নোয়ার, ম‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক মহাস‌চিব নঈম জাহাঙ্গীর, ডেমো‌ক্রেটিক লী‌গের সাধারণ সম্পাদক সাইফু‌জ্জামান ম‌নির, ‌হান্নান আহ‌মেদ খান বাবলু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।