ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হয় বের করবো, না হয় আমরাও যাবো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
হয় বের করবো, না হয় আমরাও যাবো

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের ‘মা’ জেল খানায় মারা যাবেন, আর আমরা বসে বসে দেখবো, তা হতে পারে না। হয় লড়াই করে ‘মা’কে বের করে আনবো, না হয় আমরাও মায়ের কাছে যাবো।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে কৃষক দল আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাবেন, আর আমরা বসে বসে আলোচনা এবং মুক্তির দাবি করবো- এটা হতে পারে না।

আমাদের সিদ্ধান্ত হোক- আমরা লড়াই করেই ‘মা’কে আমাদের মধ্যে ফিরিয়ে আনবো। আর না হয় আমরা সবাই মায়ের কাছে চলে যাবো।

বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি হাত নাড়াতে পারেন না, পায়ে বল পান না। তিনি কিছু ধরে রাখতে পারেন না। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর গত সাড়ে তিন মাসে কেউ তাকে দেখতে যাননি। যিনি নানা রোগে আক্রান্ত, তাকে এভাবে জেলে ফেলে রাখার অর্থ ও উদ্দেশ্যটা কি?

কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।