ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বিক্ষোভ ও অবরোধ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বিক্ষোভ ও অবরোধ চলছে বাম থেকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বক্তব্য দিচ্ছেন এক নেতা।

ব্রাহ্মণবাড়িয়া: গত ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনের দিন নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের চার কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ চলছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা  ১১টা থেকে জেলা শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করছে তারা।

দুপুর ১টায় এ প্রতিবেদন লেখার সময়ও অবরোধ চলছিল।

 

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র সহ- সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খাইয়ুল আলম।

বক্তারা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির, সদর এসিল্যান্ড মো. কামরুজ্জামান, ওসি (তদন্ত) জিয়াউল হক, টিএসআই আব্দুল মোতালেব  হকসহ চার কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান।

তারা আরো বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে ছাত্রলীগ কঠোর ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।