ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যারা গণতন্ত্রের কথা সারাদিন বলে তাদের হাতেই গণতন্ত্রের মৃত্যু হয়: ফখরুল

ফিরোজ আমিন সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০
যারা গণতন্ত্রের কথা সারাদিন বলে তাদের হাতেই গণতন্ত্রের মৃত্যু হয়: ফখরুল

ঠাকুরগাঁও: বাংলাদেশে কেবল বিএনপিই গণতন্ত্রের পথ উন্মোচন করেছে বলে দাবি করে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা গণতন্ত্রের কথা সারাদিন বলে তাদের হাতেই গণতন্ত্রের মৃত্যু হয়। ’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, পৌর মেয়র শাহেদ কামাল চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হালিম, গোলাম সারোয়ার চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।