ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার চিকিৎসা নিয়ে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
খালেদার চিকিৎসা নিয়ে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক বিএনপির লোগো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরীক অবস্থা ও চিকিৎসার বিষয়ে কথা বলতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এটা নিয়মিত বৈঠক।

আজকের বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরীক অবস্থা ও চিকিৎসার বিষয়ে কূটনীতিকদের সঙ্গে কথা হয়েছে।

এদিকে, সূত্র বলছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির বিষয় নিয়ে কথা বলেছেন বিএনপি নেতারা।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের মধ্যে জাপান, নরওয়ে ও প্যালেস্টাইনের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মিয়ানমার, তুরস্ক, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও মরক্কোর উপ-রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ভারতের সহকারী হাইকমিশনার উপস্থিত আছেন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।