ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তি না হলে স্বেচ্ছায় কারাবরণ: না’গঞ্জ যুবদল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
খালেদার মুক্তি না হলে স্বেচ্ছায় কারাবরণ: না’গঞ্জ যুবদল নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ-সমাবেশ, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভ-সমাবেশ শেষে যুবদলের কয়েকশ নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল শুরু করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো, সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, বন্দর থানা সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলার সহ-সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু বলেন, খালেদা জিয়ার প্রতি সরকার অবিচার করছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। এসময় অন্যান্য বক্তারাও অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।  

সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন বাজি ধরেছেন। দেশনেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে হলে আমাদের জীবন বাজি রাখতে হবে। তাই অবিলম্বে তাকে মুক্তি না দিলে মহানগর যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় কারাবরণের মাধ্যমে প্রমাণ করবে জিয়ার  আদর্শের সৈনিকরা এখনও বেঁচে আছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।