ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্নীতিবাজদের সঙ্গে আপস নয়: বি. চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
দুর্নীতিবাজদের সঙ্গে আপস নয়: বি. চৌধুরী বক্তব্য রাখছেন ডা. বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপস নয়। 

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাবের আবদুস সালাম হলে  একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।  

ডা. বি চৌধুরী বলেন, বাংলাদেশের সবচেয়ে দুর্বল সেক্টর হলো ব্যাংক।

তারপরেও সেখানে টাকা-পয়সা নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নেওয়ার প্রবণতা। বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি, দুঃশাসন ও প্রশাসনিক ব্যর্থতা।  

‘শুধু দুর্নীতি বন্ধ করা গেলে জিডিপি আরও ১/২ শতাংশ বেড়ে যেত। এটা আমার কথা নয়, বিশেষজ্ঞদের কথা। সুতরাং, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপস নয়। ’   

তিনি আরও বলেন, আমরা চাই শ্রদ্ধাবোধের রাজনীতি। কারণ ঘৃণা করে কেউ কোনোদিন বড় হয় না। আর শ্রদ্ধা করে কেউ কোনো দিন ছোট হয় না।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান বলেন, আমরা যুদ্ধ করে স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীনতা পাওয়ার চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। আর সেই স্বাধীনতা আমরা পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।  

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জনদল (বিজেডি) এ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে।  

সভায় সভাপতিত্ব করেন বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী। সভাটি পরিচালনা করেন বিজেডি মহাসচিব সেলিম আহমেদ। সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারা ও যুক্তফ্রন্টের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।