ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রমনায় নেতাকর্মীরা, রিজভীর অনশন নয়াপল্টন অফিসে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
রমনায় নেতাকর্মীরা, রিজভীর অনশন নয়াপল্টন অফিসে

ঢাকা: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ‘গণঅনশন’ করেছেন দলটির নেতাকর্মীরা। তবে শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিএনপির কেন্দ্রীয় অনশন রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হলেও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি পালন করেছেন দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে।

রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে বিএনপি। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শীর্ষ নেতাদের অনশনের সময় দলীয় কার্যালয়ে অনশন করতে দেখা যায় রিজভীকে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বাংলানিউজকে জানান, ১৪ মাসেরও বেশি সময় তিনি নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করছেন। মামলাসহ বিভিন্ন কারণে তিনি কার্যালয় থেকে বের হন না। তবে মাঝে মাঝে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিলে অংশ নিয়ে আবার কার্যালয়ে ফিরে আসেন।

রিজভী বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় এখন থেকে কর্মসূচি চলতেই থাকবে।

বিএনপি অফিসে রিজভীর অনশন পালনকালে তার সঙ্গে ছিলেন দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ ও মুনির হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।