ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৈঠকে ২০ দলীয় জোটের নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
বৈঠকে ২০ দলীয় জোটের নেতারা বৈঠকে ২০ দলীয় জোটের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করতে ২০ দলীয় জোটের বৈঠক চলছে হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) রাত পৌনে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অব. অলি আহমদ দেশের বাইরে থাকায় বৈঠকে উপস্থিত নেই। তবে জোটের অপর সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠক উপস্থিত আছেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত হয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম।

জোটের অন্য নেতাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের মহাসচিব নূর হোসাইন কাসেমী, অপর অংশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের (একাংশ) সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ প্রমুখ।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৈঠক করেছিল ২০ দলীয় জোট। এরপর থেকে এই জোটের আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।