ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে পুলিশসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে পুলিশসহ আহত ৫

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৬ মে) সন্ধ্যার পর শৈলকুপার চৌরাস্তার মোড়ে এ সংঘর্ষ হয়। এসময় একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

 

আহত পুলিশ কর্মকর্তা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়েস কুরুন। অন্যদের পরিচয় মেলেনি। তাদের মধ্যে দু’জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সোনা শিকদার ও পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ১০ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।