ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণ যা জানতে চায়, সংসদে সেটাই বলে জাপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১৯
জনগণ যা জানতে চায়, সংসদে সেটাই বলে জাপা বক্তব্য রাখছেন জিএম কাদের। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জনগণ যা জানতে চায় জাতীয় পার্টি   সংসদে সেটাই বলছে, আগামীতেও বলবে। রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে অনিয়ম ও দুর্নীতি উৎখাত করতে সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শতভাগ সহযোগিতা করবে।

 

তিনি বলেন, রাজনীতির মূলধারায় আর অপসংস্কৃতি ঢুকতে দেওয়া হবে না। সময় এসেছে রাজনৈতিক সংস্কৃতি বদলে দেওয়ার। জাতীয় পার্টি সুস্থধারার রাজনীতির চর্চা শুরু করেছে। দেশের মানুষ এ ধারার রাজনীতিতে ফিরবে ও উন্নয়ন কার্যক্রমে অংশ নেবে বলে আমার বিশ্বাস।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এসকে খাজা মঈনুদ্দিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম পাটোয়ারী ভোলাসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।