ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকার-ব্যবসায়ী মেলবন্ধনে কৃষকের উন্নতি হয় না’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, মে ২৪, ২০১৯
‘সরকার-ব্যবসায়ী মেলবন্ধনে কৃষকের উন্নতি হয় না’  বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারের সঙ্গে ব্যবসায়ীদের মেলবন্ধন তৈরি হলে কৃষক-শ্রমিকের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সঙ্গে যখন ব্যবসায়ীদের মেলবন্ধন তৈরি হয়, রাজনীতিবিদদের সঙ্গে যখন ব্যবসায়ীদের যোগসূত্র তৈরি হয়, তখন উন্নয়ন থেকে বঞ্চিত হয় কৃষক-শ্রমিকরা।

তিনি বলেন, কৃষকের দুঃখ-দুর্দশার কথা জানতে হলে মাঠে যেতে হবে, কৃষকের কাছে যেতে হবে। জিয়াউর রহমান কৃষকের ধানের আইলে আইলে ঘুরতেন। তিনি নিজে ধান রোপণ করতেন, কোদাল দিয়ে মাটি কাটতেন। যার ফলে, সে সময় কৃষিতে সাফল্য এসেছিল।  

বিএনপি নেতা বলেন, বর্তমান সরকারের আমলে কৃষক ধান উৎপাদন করেও ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক তার ধান পুড়িয়ে ফেলছে। বছরের পর বছর সে ধান উৎপাদন করে ঘাটতিতে থাকছে। কৃষককে ঘাটতিতে রেখে কৃষির উন্নয়ন সম্ভব নয়। তাই খালেদা জিয়ার মুক্তি ছাড়া কৃষক-শ্রমিকসহ কারোরই মুক্তি সম্ভব নয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, কৃষক দলের সদস্য সচিব হাছান জাফির তুহিন, জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা মহানগর কৃষক দলের সভাপতি নাছির হায়দার, বরিশাল বিভাগীয় কৃষক দলের আহবায়ক জামাল উদ্দিন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাল মো. নাজিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।