ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতির পক্ষ থেকে বিএসটিআইয়ের প্রতি ঘৃণা: জেএসডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ২৫, ২০১৯
জাতির পক্ষ থেকে বিএসটিআইয়ের প্রতি ঘৃণা: জেএসডি

ঢাকা: ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। 

শনিবার (২৫ মে) বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, এস এম আনছার উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বিএসটিআই ভেজাল খাদ্য প্রতিরোধে ও নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে ব্যর্থ। সেজন্য আদালত বিএসটিআইকে বলেছেন বাড়িতে গিয়ে রান্না করার জন্য। আমরা সবাই জাতির পক্ষ থেকে বিএসটিআইয়ের প্রতি ঘৃণা জানাই। এর কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ঘৃণা ও ধিক্কার জানাই।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।