ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ  বিক্ষোভ সমাবেশে বরিশাল বিএনপির নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বার বার গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় নগরের সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে বিএনপির বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা শাখা।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপিত মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয় না, তাদের জনগণের কথা চিন্তা করে কি লাভ।  আর জনগণের কথা চিন্তা করে না বলেই দেশে বার বার গ্যাসের দামসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। জনগণের ভোগান্তি লাঘবে অবিলম্বে গ্যাসের দাম কমানোর আহবান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।