ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গুজব ছড়িয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
‘গুজব ছড়িয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না’ বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, গুজব ছড়িয়ে আন্দোলন-সংগ্রাম করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না। এসব করে খালেদা জিয়াকেও মুক্ত করা যাবে না। খালেদা জিয়া দুর্নীতিবাজ অপরাধী। তার মুক্তি একমাত্র আদালতের মাধ্যমেই হতে পারে। 

রোববার (৪ আগস্ট) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌরসভা, মুশুদ্দি, বলিভদ্র ও ধোপাখালী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ ও কৃষিমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

আব্দুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই একটি মহল গুজব ছড়াচ্ছে। এসব গুজবের ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে। ডেঙ্গুর ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে। এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে।  

কৃষিমন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে মাথাপিছু ১৫ কেজি করে চাল প্রধানমন্ত্রীর উপহার। ঈদ যাতে সবার জন্য আনন্দের হয়, এজন্যই তিনি এ ব্যবস্থা করেছেন।  

ধনবাড়ী পৌরসভা চত্বরে পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কৃষি ও যোগাযোগ বিশেষজ্ঞ এসএস ফারহানা হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু প্রমুখ।   

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।