বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর দারুস সালামের গোলারটেক মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের কয়েকটি ওয়ার্ডের যৌথ ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্যে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘অপরাধ করলে শাস্তির ব্যবস্থা হবে।
তিনি বলেন, ‘এখন হঠাৎ করে কেন জেগে উঠলেন? কারণটা কী? এটা কি বিরাজনীতিকরণের দিকে আসছেন? দলকে পঙ্গু করার কোনো ষড়যন্ত্রে আসছেন? নিষ্ক্রিয় করার ষড়যন্ত্রে আসছেন?’
যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘এখন বলছেন ৬০টি ক্যাসিনো আছে। আইন-শৃঙ্খলা বাহিনী, আপনারা কি এতো দিন আঙুল চুষছিলেন? তাহলে যে ৬০ জায়গায় এ ক্যাসিনো, সেই ৬০ জায়গার থানাকে অ্যারেস্ট করা হোক। সেই ৬০ থানার যে র্যাব ছিল, তাদের অ্যারেস্ট করা হোক। ’
বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এমএএম/আরআইএস/