ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রিটিশ এমপিদের সঙ্গে বৈঠক করবে বিএনপি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ব্রিটিশ এমপিদের সঙ্গে বৈঠক করবে বিএনপি 

ঢাকা: ঢাকায় সফররত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির তিনজন এমপি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় সফররত ব্রিটিশ পার্লামেন্টের তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

তিন ব্রিটিশ এমপি হলেন- কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যান মেইন, ভাইস প্রেসিডেন্ট পাউল স্কলি ও বব ব্ল্যাক মেন।

ব্রিটিশ এমপিদের প্রতিনিধিদলটি গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছে। ২০ সেপ্টেম্বর তাদের ব্রিটেনে ফিরে যাওয়ার কথা রয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।