ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শুধু আ’লীগকে ধরলেই দেশ বাঁচবে না: কাদের সিদ্দিকী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
শুধু আ’লীগকে ধরলেই দেশ বাঁচবে না: কাদের সিদ্দিকী

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, সরকার আওয়ামী লীগ নেতাদের ধরছে। শুধু আওয়ামী লীগকে ধরেই দেশকে বাঁচাতে পারবে না সরকার। যা চলছে সেটা দুর্নীতি মুক্তির পদক্ষেপ। জাতির এ দুঃসময়ে প্রয়োজন জাতীয় সংলাপ। একটি আন্তরিক জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশকে বাঁচাতে পারবেন না।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘চলমান দুর্নীতি বিরোধী অভিযান ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগে যদি এত দুর্নীতি থাকে তাহলে তো তাদের ক্ষমতায় থাকারই অধিকার নেই।

সত্যিকার অর্থে এ সরকার গণতান্ত্রিক সরকার না। জনগণের ভোটে নির্বাচিত না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার। তিনি দলের পক্ষে বর্তমান দুনীতির বিরুদ্ধে অভিযানে সরকারকে সমর্থন জানান।  

হাবিবুর তালুকদার বলেন, শুধু আওয়ামী ঘরানার লোকদের একের পর এক গ্রেফতার দেখে আমরা অবাক ও বিস্মিত। দেশের সমস্ত দুর্নীতি সরকারি দলের নিয়ন্ত্রণে অন্য দল, গোষ্ঠী তারা কী ধোয়া তুলসী পাতা? ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে মসজিদের শহরকে ক্যাসিনোর শহরে পরিণত করার জন্য পুলিশসহ প্রশাসনের কারো কী ভূমিকা নেই? ‘ব্যাংক, শেয়ার বাজার লুট, টেন্ডার বাজি, রাস্তাঘাটে চাঁদাবাজি, লুটতরাজ এসবের হাত থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধুকন্যা আন্তরিকভাবেই এ অভিযানে ব্রত হবেন সেটা দেশবাসী দেখতে চায়। আসুন একাত্তরের মতো সবাই মিলে দেশের এ চরম দুর্যোগে ঐক্যবদ্ধ হই। ’ 

তিনি বলেন, শুধু ক্যাসিনোবিরোধী অভিযানের মাধ্যমে দুর্নীতি দমন বা নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব এ রকম একটা ধারণা সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অথচ দেশে সাম্প্রতিককালে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। নির্লজ্জ ভোট ডাকাতির মাধ্যমে।  

সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের অন্য নেতাদের মধ্যে নাসরিন সিদ্দিকী, যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।