বুধবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তিনি আহত হলে তখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার পর বিকেল সোয়া ৩টার দিকে ঢামেক ছেড়ে যান জমিরউদ্দিন।
তার সঙ্গে থাকা অ্যাডভোকেট আল আমিন বাংলানিউজকে জানান, সোনালী ব্যাংকের হাইকোর্ট শাখায় কাজ শেষ করে দোতলার সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে তিনি আহত হয়েছেন। তার কপালের ওপরে ও কানের পাশে চামড়া ছিলে গেছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, তার সিটিস্ক্যান করা হয়েছে, রিপোর্ট ভালো আছে। ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়েছি। বাসায় বিশ্রাম নিলেই তিনি ঠিক হয়ে যাবেন বলে আশা করি।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এজেডএস/এইচএ/