ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হোক: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

ঢাকা: দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম শুক্রবার এক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তৃতাকালে এ আহবান জানান।



ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ এমপির বাসভবনে তারই সভাপতিত্বে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

আজহারুল ইসলাম বলেন ‘মানব রচিত আইন মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। অশান্ত এ পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে দিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হই। ’

কোরআনকে সংবিধান হিসেবে আখ্যায়িত করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘কোরআন কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি সংবিধান। আর সংবিধানের বাস্তব প্রয়োগ অনিবার্য। আর্ত মানবতার সার্বিক কল্যাণ সাধনে কোরআনের বিধান যথাযথভাবে প্রয়োগ করতে হবে। ’

এ সময় আরও বক্তৃতা করেন- সাবেক সাংসদ উইং কমান্ডার (অব.) জহিরুল ইসলাম, তিতাসবাগ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক তালুকদার, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা  একেএম মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।