ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পার্শ্ববর্তী দেশের জেলেদের ইলিশ ধরা বন্ধের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
পার্শ্ববর্তী দেশের জেলেদের ইলিশ ধরা বন্ধের দাবি

ঢাকা: বাংলাদেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশ থেকে আসা জেলেদের ইলিশ ধরা বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

শুক্রবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মৎস্যজীবী দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব মো. আব্দুর রহিম এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ইলিশ আহরণে সরকারের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় অনধিকার প্রবেশ করে ইলিশ মাছ আহরণের সুনির্দিষ্ট খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

 

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।