ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীদের জাসদের চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীদের জাসদের চ্যালেঞ্জ

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে ভারতের সঙ্গে সই হওয়া চুক্তি এবং সমঝোতা স্মারক নিয়ে মিথ্যাচার, অপপ্রচার ও বিরোধীতাকারীদের খোলা চ্যালেঞ্জ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ চ্যালেঞ্জের কথা জানান।

বিজ্ঞপ্তিতে জাসদের শীর্ষ এ দুই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরকালে সই হওয়া চুক্তি এবং সমঝোতা স্মারক বিষয়ে একটি বিশেষ মহল মিথ্যাচার ও অপপ্রচার করছে।

এই অপপ্রচারের নিন্দা জানিয়ে তারা বলেন, কারো কাছে যদি বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে এমন তথ্য-উপাত্ত থাকে, তা প্রকাশ করার জন্য খোলা চ্যালেঞ্জ প্রদান করছি।

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বার্থ সমুন্নত ও অক্ষত রেখেই মর্যাদা, সমতা, বিশ্বাস এবং আস্থার ভিত্তিতেই বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যাগুলোকে একে একে সমাধান করে যাচ্ছে। একটি বিশেষ মহল ভারত বিরোধীতার বস্তাপচা রাজনীতির কৌশল হিসেবে মিথ্যাচার ও অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করছে।

নেতারা বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৫৩ দফা যৌথ ঘোষণার কোনো একটি দফাতেও সই হওয়া সমঝোতা স্মারক ও চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হয়নি। বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান চুক্তি, সমঝোতা স্মারক এবং বোঝাপড়ার বাইরে নতুন কোনো বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়নি। বরং বোঝাপড়ার ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে উভয় দেশ সমান লাভজনক অবস্থায় যাওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে।

চুক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচারের জবাবে তারা বলেন, ফেনী নদী থেকে ত্রিপুরার সাবরুম শহরের মানুষদের খাবার পানি হিসেবে যে পরিমাণ পানি ভারতকে দেওয়া হবে, তা ফেনী নদীর পানি প্রবাহ, সংশ্লিষ্ট পরিবেশ-প্রকৃতি-কৃষি- মানুষের জীবনে সামান্যতম নেতিবাচক প্রভাব ফেলবে না। নদী, পানি, পরিবেশ, প্রকৃতি ও কৃষি বিশেষজ্ঞরা এ বিষয়ে সামান্যতম শঙ্কা প্রকাশ করেননি।

‘দেশের প্রাকৃতিক গ্যাস নয়, বিদেশ থেকে আমদানি করা এলপিজি ভারতে রপ্তানি হবে। এতে বাংলাদেশের স্বার্থের সামান্যতম কোনো ক্ষতি তো হবেই না, বরং এ ব্যবসায়ের মধ্য দিয়ে বাংলাদেশ লাভবান হবে। ভারতের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়বে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ভূমিকা রাখবে। ’

‘বাংলাদেশের সমুদ্রতীর ও সমুদ্র সীমানার নিরাপত্তার স্বার্থে নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থাপনা স্থাপন করবে। বাংলাদেশের নিজস্ব মালিকানা ও পরিচালনাধীন একটি নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থাপনায় এটা করা হবে। ভারত এখানে শুধুই কারিগরি সহায়তা প্রদান করবে। এতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়ার বদলে বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা আরও জোরদার হবে। বাংলাদেশের আমন্ত্রণে নেপাল, ভূটান ও ভারত যদি মংলা বন্দর ব্যবহার করে, তাহলে বাণিজ্যিক ও আর্থিকভাবে আমাদের দেশই বহুগুণ লাভবান হবে এবং কর্মসংস্থান বাড়বে। ’

এই দুই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা, সমঝোতা স্মারক ও চুক্তিতে ২০১১ সালে প্রস্তাবিত তিস্তা চুক্তিটি ভারত সরকারের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে তাদের অবস্থান আরও সুনির্দিষ্টভাবে পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে মনু, মহুরি, খোয়াই, গোমতি, ধরলা ও দুধকুমার এই ছয়টি নদীর পানি বণ্টনের চুক্তি বিষয়ে অগ্রগতি হয়েছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনে বাংলাদেশের পাশে থাকা, সহযোগিতা করার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণেও ভারত ভূমিকা পালনের অঙ্গীকার করেছে। ’

ভারত বিরোধীতা বস্তাপচা রাজনীতি পরিত্যাগ করে পারস্পরিক মর্যাদা, সম্মান, বিশ্বাস, আস্থা, বন্ধুত্ব, সহযোগিতা, অংশীদারিত্বের ভিত্তিতে কীভাবে বাংলাদেশ ও ভারত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, সেই বিষয়েই সবার মনোযোগ দেওয়া প্রয়োজন বলেও জানান জাসদের এই দুই সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।