ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বুয়েটে ঢালাওভাবে ছাত্ররাজনীতি বন্ধ হতে পারে না: রব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
বুয়েটে ঢালাওভাবে ছাত্ররাজনীতি বন্ধ হতে পারে না: রব জেএসডির মানববন্ধন ও সমাবেশ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি যারা করে, বিচারহীনতার সংস্কৃতির চর্চা যারা করে, তাদের রাজনীতি বন্ধ হতে পারে। তাই বলে ঢালাওভাবে বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ হতে পারে না। ছাত্ররাজনীতির কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে, দেশ স্বাধীন হয়েছে, স্বৈরশাসককের পতন হয়েছে। একটি ছাত্র সংগঠনের দায় অন্যরা কেন নেবে?

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথঅ বলেন তিনি। ‘ক্যাসিনো অভিযানের মাধ্যমে আইওয়াশ, ভারতের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি বাতিল, আবরার হত্যার প্রতিবাদ ও জাতীয় সরকারের দাবি’তে এ কর্মসূচি পালিত হয়।

আ স ম রব বলেন, দেশে লুটপাটের রাজনীতি চলছে। ব্যাংক খাতে লুটপাট, শেয়ারবাজারে লুটপাট চলছে। আমাদের দেশের শিল্পকারখানা গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকার ভারতে আমদানি করা গ্যাস রপ্তানির চুক্তি করেছে। অবিলম্বে এ সরকারের পদত্যাগের দাবি জানাই। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সময় থাকতেই পদত্যাগ করুন। নাহলে, আপনাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে।

তিনি বলেন, সরকার ক্যাসিনোর মাধ্যমে আইওয়াশের চেষ্টা করছে। এর মাধ্যমে যা-ই করুক, কোনো কিছুতে সরকারের রক্ষা হবে না। অনেক নাটকের শেষে ২৫ দিন পরে ক্যাসিনো সম্রাটকে আটক করা হলো, কিন্তু রিমান্ড হলো না। রিমান্ডে নিলে মন্ত্রী-এমপিরা ধরা পড়বেন। আইনশৃংখলা বাহিনীকে বলবো, আপনারা ভালো কাজ করেছেন, এবার সম্রাটকে রিমান্ডে নিয়ে তথ্য উদ্ধার করুন, জনগণের সাপোর্ট পাবেন।

বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে জেএসডি সভাপতি বলেন, ছাত্ররাজনীতি কেন নিষিদ্ধ করতে হবে? ছাত্ররাজনীতির কারণে দেশ থেকে স্বৈরশাসকের পতন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। যারা ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি করে, বিচারহীনতার সংস্কৃতির চর্চা করে, তাদের নিষিদ্ধ করুন। একজনের দোষ অন্যজন কেন বহন করবে?

জেএসডির মহাসচিব আব্দুল মালেক রতনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।