ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কামালের নেতৃত্বে খালেদাকে দেখতে যাবে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
কামালের নেতৃত্বে খালেদাকে দেখতে যাবে ঐক্যফ্রন্ট

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।

রোববার (২০ অক্টোবর) দুপুরে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব।

তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে কারা দেখা করবেন তাদের নামের তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়ে আসবেন একটি প্রতিনিধি দল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলে ড. কামাল হোসেনের নেতৃত্বে খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যাবেন শীর্ষ নেতারা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আবরার হত্যার প্রতিবাদে ঘোষিত সমাবেশের অনুমতি এখনও পাওয়া যায়নি।

এর আগে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে দুপুর ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়।

বৈঠকে জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, মমিনুল হক, বিকল্প ধারার নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।